প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাই প্রকৃত শিক্ষা ব্যবস্থা : মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যােগে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ কক্সবাজার শহরের কেন্দ্রীয় মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নূরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, “ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাই প্রকৃত শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষাব্যবস্থা যোগ্য নাগরিক ও নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি উন্নত চরিত্রের নাগরিক ও নেতৃত্ব সৃষ্টি করে। যার উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামী খেলাফত।"
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জাহেদুল ইসলাম নোমান। তিনি বলেন,শহিদ আব্দুল মালেক নিজের ব্যক্তিগত উন্নতির চেয়ে এ দেশের প্রতিটি শিশুকে ইসলামী মূল্যবোধে শিক্ষিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। আমাদেরও তাঁর সেই সংগ্রাম বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুর রহিম নূরী বলেন,শহিদ আব্দুল মালেক ভাই ইসলামী শিক্ষা আন্দোলনের সংগ্রাম করতে গিয়েই শাহাদাতবরণ করেছেন। ইসলামী শিক্ষানীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো।তিনি আরও বলেন, এদেশের প্রায় ৯০% মানুষ মুসলিম, যারা ইসলাম, কুরআন, নবি-রাসূল ও আল্লাহর বিধানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই ধর্মীয় মূল্যবোধের আলোকে ইসলামী শিক্ষানীতি বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই।
এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজ সভাপতি মুহাম্মদ আইয়ুব আনছারি, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ,জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, শিক্ষা ও আইটি সম্পাদক মাহমুদুর রহমান তারেক ও কক্সবাজার পৌরসভা সভাপতি মুহাম্মদ সালমান ফার্সি।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়। এতে শহিদ আব্দুল মালেক ও ২০২৪ সালে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.