কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের একটি টিম। জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই সংস্থা।
১৬ সেপ্টেম্বর ফাউন্ডেশনের প্রতিনিধিরা আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দেখা করেন। এ সময় তারা মিয়ানমারের ভয়াবহ অতীত নির্যাতন এবং ক্যাম্পের বর্তমান দুর্দশার কথা তুলে ধরেন।
ক্যাম্পে এখন বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েকটি মাদ্রাসা সীমিত আকারে চালু থাকলেও মৌলিক চাহিদা পূরণে ঘাটতি থাকায় শিক্ষার পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
অপর্যাপ্ত খাদ্য রেশন, চিকিৎসাসেবার সংকট ও নোংরা পরিবেশে বসবাস, সব মিলিয়ে রোহিঙ্গাদের জীবনযাপন এখন এক মানবিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে ফাউন্ডেশন।
ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন একে এম গোলাম কিবরিয়া জানান, “পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর আর্তনাদ আমরা কাছ থেকে শুনেছি। তাদের মানবিক সংকট লাঘবে আর নীরব থাকা যাবে না। জাতিসংঘের সঙ্গে করা ঘোষণার অংশ হিসেবে আমরা এই মাসেই কার্যক্রম শুরু করছি।”
সফরে ফাউন্ডেশনের সঙ্গে ছিলেন ড. রনজিৎ দস্তগীর রানা এবং এমবলডেন বাংলাদেশের ইনজামাম উল হক।
ফাউন্ডেশন বলছে, তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের জন্য ন্যায়, মর্যাদা ও মানবতার ভিত্তিতে টেকসই সহায়তা নিশ্চিত করা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.