কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকানো বক্স থেকে ইয়াবাগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আটক ব্যক্তি উখিয়ার পালংখালীর মো. ইব্রাহীম (২৬)। প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে ইয়াবা উদ্ধার হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.