সংযুক্ত আরব আমিরাতের আজমানে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলমগীর (৩৩) নামে এক প্রবাসীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালি ২ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে।
বুধবার (৬ আগস্ট) সকালে আজমানের নিজ আবাসস্থল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বিধবা স্ত্রী ৮ বছরের ছেলে এবং ৫ বছরের কন্যা সন্তান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমগীরে এক প্রতিবেশি জানান, পরিবারের স্বচ্ছলতা আনতে আলমগীর দুই বছর আগে তার শ্বশুর আবদুর রহিমের সহায়তায় আমিরাতে আসেন। নিজের টাকায় বড় ভাইদের সাথে সম্মিলিতভাবে পৈতৃক ভিটায় দ্বিতল বাড়িও নির্মাণ করেন। কিন্তু তার অনুপস্থিতিতে তার বাবা-মা ও ভাইয়েরা আলমগীরের স্ত্রী-পুত্র কন্যাকে বাড়ি থেকে বিতাড়নের চেষ্টা করতে থাকেন এবং তার স্ত্রীকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতনও করেন। গতকাল বুধবারও তার বাবা-মা তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ নিয়ে আলমগীর তার বড় বোন কোহিনুর বেগমের সাথে মোবাইল ফোনে উত্তেজিত হয়ে কথা বলেন। এর কোন এক পর্যায়ে সকাল ১১ টার দিকে আজমানের ফাঁকা ফ্লাটে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.