সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামীকাল (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে। এ উপলক্ষে উখিয়া উপজেলায় ৯টি পূজামণ্ডপে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পূজা উদযাপন কমিটি এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে উখিয়া উপজেলার দারোগাবাজার সদর, উত্তর ধুরুমখালী, রুমখাঁ বাজার, বালুখালীতে দুটি,রাজাপালং হারাশিয়া, খালকাঁচা পাড়া, কাশিয়ারবিল হিন্দুপাড়া, কাশিয়ারবিল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মোট ৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রুমখাঁবাজার হরি ও ধ্যাঁন মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত দত্ত বলেন,“আমাদের মণ্ডপে প্রতিমা স্থাপন ও অন্যান্য আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি।”
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রূপন দেওয়ানজী বলেন," আমাদের উখিয়া উপজেলার ৮টি ও ক্যাম্পে ১টি সহ মোট ৯টি পূজামণ্ডপে উৎসব শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে আমাদের সাথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ উচ্ছ্বাসের সাথে আমাদের উৎসব পালন করতে পারবো বলে আশাবাদী।"
পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন,"সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.