সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা বিজয়। চট্টগ্রামে এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেপটিক ট্যাংকের ভেতর থেকে বিজয়কে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তবে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেছেন, বিষয়টি তার জানা নেই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জিইসি মোড় এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। ধাওয়ার কারণে বিজয় জিইসি মোড় এলাকায় অবস্থিত মেডিকেল সেন্টারের পাশে একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকে আশ্রয় নেয়। পুলিশ ওখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে রয়েছেন তিনি। তার বুক থেকে শরীরের ওপরের অংশ দেখা যাচ্ছে। এক পুলিশ সদস্য তাকে (বিজয়) আস আস বলে ডাকতে শোনা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতেন। ছাত্রলীগের কোনো পদ-পদবিতে ছিলেন না বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.