রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনের প্রেক্ষিতে রামু প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম এবং নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে রামু উপজেলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রামু প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম তাঁর রামুতে দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রামু ছিল আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, “রামুর উন্নয়ন অগ্রযাত্রায় প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”
সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.