কক্সবাজারের ঈদগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ওসি মো. মছিউর রহমানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী ওসি দায়িত্ব হস্তান্তর করে তার আগামীর কর্মজীবনের সফলতা কামনা করেন।
নতুন ওসি ফরিদা ইয়াসমিন দায়িত্ব গ্রহণ শেষে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফরিদা ইয়াসমিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার মালি ও কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি ঈদগাঁও থানায় পদায়ন হলেন।
অন্যদিকে কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিদায়ী ওসি মো. মছিউর রহমান শনিবার কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে যোগদান করবেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.