চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকের টাকা জোগাড় করতে মাত্র ৫০ হাজার টাকায় তিনমাস বয়সী নিজের কন্যাশিশুকে বিক্রি করে দিয়েছিলেন মিরাজ হোসেন (২৮) নামে এক বাবা। পরে পুলিশের বদান্যতায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। একইসাথে মিরাজকে গ্রেপ্তার করে শনিবার (৯ আগস্ট) নারী নির্যাতন আইনের মামলায় চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।
জানা গেছে, মাদকাসক্ত ওই পিতা মিরাজ একজন রিক্সাচালক। তিনি উপজেলার সদর ইউনিয়নের আকবার পাড়ার বাসিন্দা। তবে, স্বামী-স্ত্রী শিশুটিকে নিয়ে সদরের জুনাবির পাড়ায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
শিশুটির মা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত ও পেশায় রিক্সা চালক। আমার বাচ্চা পেটে থাকাবস্থায় বিক্রি করে দিবে বলে হুমকি দিয়ে আমাকে অনেকবার মারধর করেছিল। কয়েকদিন আগে আমাকে মারধর করে স্ট্যাম্পে সই নিয়ে আমার কন্যা শিশুটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রাসহ আমরা পু্লিশকে খবর দিই।
পুলিশ আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে, এজন্য থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযুক্ত পিতা তার মাত্র ৩ মাস বয়সী কন্যা শিশুটিকে অর্থের বিনিময়ে একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মছদিয়া এলাকা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। কন্যা শিশুটি উদ্ধার করে তার মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত পিতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.