বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, চট্টগ্রামের হাটহাজারীতে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাসহ একাধিক মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো.জহির উদ্দিন চৌধুরী টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. জহির উদ্দিন চৌধুরী টিপু উপজেলার ধলই ইউনিয়নের মরহুম নুরুল আবছার চৌধুরী প্রকাশ ডাক্তার আবছারের ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিউসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে র্যাব-৭ চট্টগ্রাম তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
হাটহাজারী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসান বলেন, গ্রেপ্তার জহির উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.