চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোঃ আজিজ মিয়াকে কক্সবাজারের লামা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, গ্রেফতার মোঃ আজিজ মিয়া (৫০) বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে। ভিকটিম তার স্ত্রী। তার স্ত্রী কুলসুমা বেগম (৪০) একজন গার্মেন্টস কর্মী। স্বামী নিয়ে তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামীর সাথে প্রায়শই তার নানান বিষয়ে ঝগড়াঝাটি চলতো। গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে আবার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আজিজ মিয়া কুলসুমা বেগমকে ইট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় এলাকাবাসী কুলসুমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৫ এর অভিযানিক দলের যৌথ চেষ্টায় কক্সবাজার জেলার লামা থানা এলাকায় থেকে আসামি আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.