
সাতক্ষীরার শ্যামনগরে এক পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে দশ লক্ষাধিক টাকার স্বর্নালংকারসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি (গোবিন্দপুর) এলাকার ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী আসমা খাতুন ওরফে খুকুমনি (৪০), ছেলে ফয়সাল হোসেন (২৫) এবং ভাগ্নে তৌফিক (৯) দারুন অসুস্থ হয়ে বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ফারুক হোসেনের শ্যালক বলেন, দোতলার সিঁড়ির ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে। ফয়সাল হোসেনের আগামী শুক্রবার বিয়ে উপলক্ষে কনের জন্য কেনা স্বর্নালংকার, শাড়ি ও আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হয়েছিলো। এসব জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সকলে বর্তমানে সুস্থ আছেন এমনটা জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা তথ্য উদঘাটনের কাজ করছেন। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.