নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় তারা অবমাননাকারীর সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।
রবিবার (০৫ অক্টোবর) সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আল-কুরআনের অপমান- সইবে না’রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত- ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই- অপূর্বের ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই- কুরআন অবমাননাকারী ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘গতকালের ভিডিওটা যারা দেখেছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বারবার রাজপথে দাঁড়িয়ে যায় কিন্তু এর সমাধান পাই না। যারা এধরণের ধর্ম অবমাননা করে তারা নির্দিষ্ট একটা অ্যাজেন্ডা নিয়ে কাজ করে। আমরা দেখেছি শুধু ইসলাম ধর্ম নয়, মাঝেমধ্যে পুরো ধর্মব্যবস্থার বিরুদ্ধে গিয়ে নাস্তিকতার অ্যাজেন্ডা সার্ভ করতে চায়। সরকারের উচিত ধর্ম অবমাননাকারীদের জন্য সুনির্দিষ্ট আইন করে শাস্তির ব্যবস্থা করা।’
লোক প্রশাসন বিভগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘পবিত্র কুরআন পুরো মানবজাতির জন্য আলোর দিশারী। সেই কুরআন অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এধরণের কাজ করছে তারা সুনির্দিষ্ট অ্যাজেন্ডা নিয়ে কাজ করতেছে। তারা আদর্শিক দিক থেকে আমাদের সাথে পেরে না উঠে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সরকারে উচিত এসব ন্যাক্কারজনক ঘটনার পেছনে কারা ইন্ধন দিতেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা।’
গণিত বিভাগের শিক্ষার্থী গোলাম মুস্তফা বলেন, ‘গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল যে পবিত্র কুরআনে লাথি দিয়েছে সে যেন আমাদের হৃদয়ে লাথি দিয়েছে। কিছুদিন পর পর আমরা এধরণের ঘটনা দেখতে পাই যার সবচেয়ে বড় কারণ হচ্ছে সুনির্দিষ্ট আইন না থাকা। সরকারে উচিত অতি দ্রুত আইন প্রণয়ন করে এধরণের ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।’
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি গোল চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গতকাল (০৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারাদেশে এর প্রতিবাদে ঝড় উঠে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটরা থানা পুলিশ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.