ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতির খবরে মানসিক আঘাত সহ্য করতে না পেরে লিটন দাশ (৪৫) নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদণ্ডী এলাকার বাসিন্দা সুবিমল দাশের ছেলে। তার স্ত্রী অপর্ণা দত্ত ইসলামী ব্যাংকের ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার (৫ অক্টোবর) রাতে অপর্ণা ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে চাকরিচ্যুতির চিঠি হাতে পান।
পারিবারিক সূত্রে জানা যায়, অপর্ণা শুরুতে বিষয়টি স্বামীর কাছ থেকে গোপন রাখেন এবং পরদিন সোমবার পটিয়া থেকে স্বামীকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় পৌঁছানোর পর অপর্ণা লিটন দাশকে চাকরিচ্যুতির খবর জানান। এ খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ (বুধবার) সকালে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
প্রসঙ্গত, ইসলামী ব্যাংকে সম্প্রতি এস আলম গ্রুপের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বর্তমান পরিচালনা পর্ষদ প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতদের বড় একটি অংশই চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া এলাকার বাসিন্দা। এই ঘটনা সংশ্লিষ্ট পরিবারগুলোতে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.