ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এ সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
নিজের পোস্টে ইলিয়াস লিখেছেন, ‘ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন! আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম— সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের।
কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে, তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা।’
ইলিয়াস আরো লেখেন, ‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত। কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে।
বাংলাদেশের কোনো মানুষ চায় না এ দেশ আবার পাকিস্তানের সাথে এক হোক, সবাই বাংলাদেশি। এখন আর এ দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারাই ব্যবহার করবে, তাদেরকেই আমরা ভারতীয় দালাল মনে করব।
সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই।
নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে ইলিয়াস লেখেন, ‘৭১-এ আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করেছে, তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। অতএব, আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে।’
এরপর হ্যাশট্যাগ দিয়ে সাদিক কাইয়ুমের জন্য ভোট চান ইলিয়াস। লেখেন, ‘পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন। ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন।’
নিজের পোস্টের সবশেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে ইলিয়াস লেখেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায়, আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকব, ইনশাআল্লাহ। অতএব, সাবধান! বিরোধিতার অনেক জিনিস আছে, কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা দু-তিনজনই ধস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুই-চার হাজার খলীল বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াছ হোসাইন, পিনাকী কিংবা কনক সরওয়ারকে কাউন্টার দেওয়া যাবে না। আজকের পোস্টের ফলাফল ৯ তারিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.