
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইট এলাকায় অভিযান চালিয়ে বিশেষভাবে লুকানো ৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ঢাকার সাভারের ২৩ বছর বয়সী মো. জামাল নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে মাদক পরিবহনের সময় একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৭৬৮৫) থামিয়ে তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে কালো টেপে মোড়ানো দুটি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা এনে সাভার–ঢাকা এলাকায় বেশি দামে বিক্রি করতেন। গাড়িটিও মাদক লুকিয়ে বহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।
এসআই মো. ইছমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জব্দ করা ইয়াবা ও পিকআপসহ আসামিকে চকরিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.