ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন দাবি করেছেন, ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। তবে রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ দাবি করেন তিনি।
পোস্টটিতে ময়ূখ লিখেন, সাবাশ ঢাকা বিশ্ববিদ্যালয়! জামাত প্রধান, রাজাকার, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির হোতা, মৌলবাদী গোতাদের ছবি আজ ৫ আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে দেওয়ার জন্য।
শুভ বুদ্ধি ক্ষীণ আলোকে জাগ্রত! তাই সই। আবারও বলছি, বাংলাদেশের মাটি রাজাকার, মৌলবাদী, জামাতিদের হেডকোর্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জ ঙ্গি গোষ্টীগুলি। আর সেটা হলে ভারতসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয়।
সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেমেয়েগুলো বানাতে সক্ষম হয়, যদি মার্কিন ডিপ স্টেটের নাগপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে, ভারতের ১৪০ কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুকে সাহায্য করবে। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। কারণ, তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে।
উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়েও এমন সব উদ্ভট বক্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত। আবার তার অঙ্গভঙ্গি ও চিৎকার-চেঁচামেচির কারণে দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উপভোগ করেন তাকে। তবে সম্প্রতি রিপাবলিক বাংলায় তার টক শোতে বাংলাদেশের রাজনীতিবিদসহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন। সেখানেও হাসি, বিতর্কিত তথ্য নিয়ে সরব ময়ূখ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.