আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। মুফতি হামজা নিজেও এ কথা স্বীকার করেছেন।
বর্তমানে কক্সবাজারে অবস্থানরত মুফতি হামজা রবিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, তার দায়িত্বশীলরা তাকে সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বলেছেন। দুই কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন।
এ প্রসঙ্গে মুফতি হামজা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আযান দেওয়া নিয়ে তার বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে তরুণ এই ওয়ায়েজিন বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে, আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম-অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি, আগামীতে সতর্ক থাকব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে তার বক্তব্যের সমালোচনা নিয়ে মুফতি হামজা বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে মদের বোতলে পানি খায়, আমি কি জানি! যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলব না।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.