1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :

আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত জামায়াত: রফিকুল ইসলাম

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জনগণ যেনতেন নির্বাচন চায় না। আগে গণহত্যার বিচার, মৌলিক কিছু সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। আগামীকাল নির্বাচন হলেও জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে, তবে তার আগে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করি। কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর জন্য রাজনীতি করি না। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক, ইসলামী কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামী এবং সমমনা দেশপ্রেমিক দলদের সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে জামায়াত। বৃহত্তর ঐক্য গড়ে দেশ ও জাতিকে হায়েনার কবল থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘দেশের জনগণ জামায়েত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে নেতারা রাজা না হয়ে জনগণের সেবক হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবে। শুধু তা-ই নয়, নারীরা ঘরে-বাইরে সবখানে সর্বোচ্চ মর্যাদা পাবেন। চাকরির ক্ষেত্রে অবারিত সুযোগ থাকবে। অমুসলিম ভাই-বোনেরাও তাদের পূর্ণ নাগরিক অধিকার ভোগ করতে পারবেন।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জামায়েতের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘মানুষ বলতে শুরু করেছে সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। জামায়েত ইসলামী চায় মানুষের এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক। আওয়ামী ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি। এই সরকারকে কোনো একটি দল ক্ষমতায় বসায়নি, বরং জনগণের সমর্থনে গঠিত হয়েছে।

সুতরাং জনগণের হয়ে জনগণের জন্যই কাজ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে। এসব জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে জড়িত পথভ্রষ্ট বিচারক, আইনজীবী, সাক্ষীসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। যেনতেন ভাবে নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর স্বপ্ন জনগণ কোনো দিন পূরণ হতে দেবে না।’

বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দবিবুর রহমান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক আব্দুল হাকিম সরকার, ইসলামী ছাত্র শিবিরের পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব ও পূর্ব জেলা সভাপতি জুবায়ের আহমেদসহ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!