ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি জানান, মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শাহজাহান মিয়া বলেন, মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি বিকৃত ছবি শেয়ার করা হয়েছিল। পরে সেটি জেনে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়। তিনি জানান, ওই মোবাইল ফোনটি তার সন্তানরাও ব্যবহার করে, তারাও অসাবধানতাবশত ছবিটি শেয়ার করে থাকতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করেন এবং শুক্রবার সকালে বসে সমাধানের কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়। ইউনিয়ন সভাপতির দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার পরও এ হামলা অত্যন্ত দুঃখজনক।
এর আগে শুক্রবার সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৯ জন নেতাকর্মী আহত হন।
স্থানীয়রা জানান, জামায়াত নেতা হাফেজ মো. ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। এজন্যই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.