দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমীর, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কক্সবাজার আইনজীবী সমিতির চারবারের সভাপতি এ কে এম শাহ জালাল চৌধুরী। তিনি বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক চাপে তাঁর পাসপোর্ট জিম্মি রাখা হয়। এতে দীর্ঘদিন বিদেশ যাত্রা থেকে বঞ্চিত হন এই জামায়াত নেতা। অবশেষে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পর গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ব্যক্তিগত এ সফরে শাহ জালাল চৌধুরী বড় মেয়ের সঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ করবেন। দীর্ঘ বিরতির পর প্রবাসী মেয়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দকে তিনি জীবনের বিশেষ অর্জন বলে উল্লেখ করেছেন।
রাজনৈতিক মহল মনে করছে, এই সফর শুধু পারিবারিক নয়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তাঁর রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.