
জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবির বারবার ইসলামপন্থীদের সাথে ধোঁকাবাজি করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্সে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ১১ দলীয় পৃথক জোট গঠনের মাধ্যমে আবারও তাদের চিরাচরিত মুনাফেকি ও দ্বিচারিতা জাতির সামনে উন্মোচিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সিলেট রেজিস্ট্রারি মাঠে উলামা মাশায়েখ-সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম এ সব কথা বলেন। কওমি মাদরাসা ঐতিহ্য সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট আযাদ দ্বীনী এদারায়ে তালীমের সভাপতি শায়খ জিয়া উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, মাওলানা শোয়াইব আহমেদ, শায়খ মাশুক উদ্দিন, শায়খ মুহিউল ইসলাম বুরহান, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম।
শীর্ষ ওলামায়ে কেরাম আরো বলেন, জামায়াত বহুবার ইসলামের নামে রাজনীতি করে ইসলামপন্থী দল ও আলেম-উলামার বিশ্বাস ভেঙেছে। তারা ইসলামের নাম ব্যবহার করে কৌশলী রাজনীতি করে নিজেদের স্বার্থ হাসিল করে। জামায়াত কোনো ইসলামী দল নয়। এবারও নির্বাচনের মুহূর্তে রাজনৈতিক সমঝোতার নামে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।
সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম ইসলামপন্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে প্রকৃত হকপন্থী শক্তির ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনদার নেতৃত্ব প্রতিষ্ঠার। জামায়াতের ধোঁকাবাজি থেকে দূরে থেকে সুসংগঠিত ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.