ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ওই নেতার ভাই হাসান আলী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হাসান আলী কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেনের ভাই। তিনি ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী পদে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী বলেন, ‘গত বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেন। এ নিয়ে যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে জাতীয়, আঞ্চলিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।’
এদিকে দৈনিক কালের কণ্ঠে এই সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে থানায় জিডি করেন জামায়াত নেতা বিল্লাল হোসেন।
এর আগে ওই জামায়াত নেতা নয়ন খন্দকারের মোবাইল কল দিয়ে দিয়ে হত্যার হুমকি দেন। তবে ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা, অতঃপর…’ শিরোনামে সংবাদটি করেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিশন আলীকে প্রকাশ্যে হুমকি ও কালের কণ্ঠের প্রতিনিধি নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, জামির হোসেনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। অবিলম্বে হুমকি প্রদান করা জামায়াত নেতা বিল্লাল হোসেন ও তার ভাই হাসান আলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.