কক্সবাজারের রামুর গর্জনিয়া থেকে পাঁচটি অস্ত্রসহ নুরুল আবছার (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার নুরুল আবছার সীমান্তে মাদক ও গরু চোরাচালান চক্রের প্রধান শাহীন বাহিনীর অন্যতম সহযোগী বলে বিজিবি জানিয়েছে। তিনি শাহীন বাহিনীর ‘ম্যানেজার’ হিসেবে পরিচিত।
আজ মঙ্গলবার ভোরে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নুরুল আবছার বোমাংখিল গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। অভিযানের সময় দেশে তৈরি ৪টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি, ৬টি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন বলেন, মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছার গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি ডাকাত শাহীনের চোরাই গরু সংরক্ষণ ও বিক্রির বিষয়টি তদারকি করেন বলে ‘ম্যানেজার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
দুপুরে গ্রেপ্তার নুরুল আবছারকে জব্দ অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আবছারের বিরুদ্ধে আগে থেকে মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিজিবির কর্মকর্তা বলেন, ২১ জুলাই মিয়ানমার থেকে পাচারের সময় নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে নুরুল আবছারের ৯ হাজার ৬৬০টি ইয়াবার চালান জব্দ করেছিল। অভিযানের সময় আবসার পালিয়ে যেতে সক্ষম হন। ওই দিন নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মামলায় নুরুল আবছারকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ১৪ মার্চ রামুর গর্জনিয়ায় শাহীন ডাকাত বাহিনীর গুলিতে খুন হন স্থানীয় আবু তালেব নামের এক ব্যক্তি। এ ঘটনায়ও নুরুল আবছার জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ জুন সকালে গর্জনিয়া ইউনিয়ন চোরাচালান চক্রের প্রধান এবং রামুর গর্জনিয়ার যুবলীগ নেতা শাহীনুর রহমান ওরফে ‘শাহীন ডাকাতকে’ (৩২) গ্রেপ্তার করে সেনাবাহিনী । এ সময় একটি এ কে ২২ রাইফেল, তিনটি একনলা বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১০টি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শাহীনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২০টি মামলা রয়েছে। তাঁর নামে গঠিত শাহীন বাহিনীর প্রায় ৪০-৪৫ জন সদস্য রয়েছে, যাঁদের কাছে রয়েছে ভারী অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ টাকা। বর্তমানে শাহীন কারাগারে রয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.