উখিয়ায় ওয়ারিশ সনদ জাল করে জমি ক্রয়ের অভিযোগে আলী আহমেদ প্রকাশ ‘খতিয়ান কালু’ (৫৪) গ্রেফতার হয়েছেন। তিনি উখিয়া থানার সামনে পড়ে থাকতেন৷ তিনি দালাল হিসেবে পরিচিত স্থানীয়দের মাঝে৷ বুধবার (১৩ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালখাছা পাড়া গ্রামের বাসিন্দা আলী আহমেদের বিরুদ্ধে জাল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ এনে আব্দুল্লাহ নামের এক যুবক আদালতে মামলা করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদী আব্দুল্লাহ বলেন, আসামি একাধিকবার ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জালিয়াতির মাধ্যমে জমি ক্রয়ের চেষ্টা করেছেন। এ কারণে আদালতে মামলা করা হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠান।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট তারকে আজিজ জানান, পূর্বে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় আসামি বাদীকে ভয়ভীতি প্রদর্শন করায় আদালত কঠোর পদক্ষেপ নিয়েছেন।
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহাদুল ইসলাম রোমান বিস্তারিত জানলেও মন্তব্য করতে রাজি হননি৷
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.