কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহেদুল ইসলাম ফরহাদ (১৬) নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরহাদ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামি আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে মাতবরপাড়ার নাজেম উদ্দিনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ফরহাদের বাবা বাদী হয়ে বুধবার রাতে পেকুয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ ইউনুস (৩২), মোহাম্মদ সোলাইমান (৩৮), শাহিন আলম (২০), এনামুল হক (২২), মোহাম্মদ শাকের ওরফে সাগর (২৪), রাজু (৩২), মোহাম্মদ কালু (২৩), ওয়াহেদ (২৮), রাসীর (২০) ও রবি আলম (১৮)।
এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নাজেম উদ্দিন ও মোহাম্মদ ইউনুস পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক বৈঠক ও মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে ১৫-২০ জনের একটি দল নাজেম উদ্দিনের বাড়ি দখলের চেষ্টা চালায়।
সে সময় স্কুল থেকে ফেরার পথে ফরহাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, “ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.