উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট এর আওতায় উখিয়া থানা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। চাইল্ড সেপটি নেট প্রজেক্টের কো অডিনেটর বাবু ছোটন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল মাহমুদ হোসেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অ্যাডভোকেসি কোডিনেট জয়শ্রী পিউরিফিকেশন।
সভায় ২০১৩ সালের শিশু অধিকার ও শিশু সুরক্ষা আইনের নীতিমালা উপস্থাপন এবং বাস্তবায়ন সহ বাল্যবিবাহের হার কমিয়ে আনতে নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত বাল্যবিবাহ নিরোধ কমিটি সমূহ কার্যকারিতা বাড়ানো, শিশু পাচার, শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠিত সভায় সেইভ দ্যা চিলড্রেন, ইপসার কর্মকর্তা উখিয়া থানার সাব ইন্সপেক্টর, উপ পুলিশ পরিদর্শক, গ্রাম পুলিশ, ইয়ুথ ফোরামের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
###
ফারুক আহমদ
উখিয়া,কক্সবাজার
০১৮১৫৬৪৬২৪৬
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.