ভাতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে ‘ভুলভাবে উপস্থাপিত’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি পত্রিকাটিতে প্রকাশিত সাক্ষাৎকারে এ ধরনের কোনো বক্তব্য দেননি।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় পত্রিকাটিতে প্রকাশিত ওই সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য আহ্বান জানান।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.