ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলে পৌঁছাতে না পেরে সৌদি আরবের ভেতরেই আছড়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।
ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত হলেও ইসরায়েলে কোনো সতর্কতা জারি হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে গিয়ে পড়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এর আগের দিন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহতের দাবির পর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। এরপরই চালানো হয় এই ক্ষেপণাস্ত্র হামলা।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েলে ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে ২৩টি ড্রোন ছুঁড়েছে ইয়েমেনের হুতিরা। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানে লক্ষ্যবস্তুতে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.