৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইডের উদ্যোগে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইসি এম. এ. হান্নান।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—১৬ এপিবিএনের ক্যাম্প কমান্ডার, ইউএনএইচসিআরের প্রতিনিধি জামাল উদ্দিন, এনজিও ফোরামের নুর নবী, বিশ্ব খাদ্য কর্মসূচির মনিরুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের দোস মোহাম্মদ, রোহিঙ্গা লিডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনায় ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা, ক্যাম্প এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাস্তায় অবৈধ বাজার বসানো রোধ, অটোরিকশা ও সিএনজির অবাধ চলাচল নিয়ন্ত্রণ, রোহিঙ্গাদের রেশন পণ্য অবৈধ কেনাবেচা বন্ধ এবং কাঁটাতার মেরামতসহ বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এপিবিএন পুলিশের পক্ষ থেকে ক্যাম্পে অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ ও তা প্রতিরোধের উপায় উপস্থাপন করা হয়। সভা শেষে তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী সিআইসির নেতৃত্বে প্রায় এক ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে ক্যাম্প এলাকার প্রধান সড়ক থেকে প্রায় ৪০টি অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়।
সভায় জানানো হয়, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.