চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, আজ সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় আসেন।
এসময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস হঠাৎ তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আজিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.