মহেশখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে নৌবাহিনী।
আটকৃতরা হলেন, অনসারুল করিম এবং নুর আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাতে বলায় হয়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালায় নৌবাহিনী। অভিযানকালে সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসময় তল্লাশি করে ১টি এলজি, ১টি দু-নলা দেশীয় বন্দুক, ৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্রসহ আটক সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.