চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন থামানোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।
একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের স্বাক্ষরে নিজাম উদ্দিনকে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ১০ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা নগর কমিটির নজরে এসেছে। নোটিশে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চাইতে দেখা যায়। এর আগে গত ৫ জুলাইও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব হিসেবে তার পদ স্থগিত করা হলেও পরে তা পুনর্বহাল করা হয়েছিল।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.