ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান পদত্যাগ করেছেন।
আজ রবিবার দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। যার একটি অনুলিপি নগরকান্দায় প্রেস ক্লাবে পাঠানো হয়েছে। ফরহাদ হোসেন অভিযোগ করেন, তাকে না জানিয়ে বা তার সঙ্গে পরামর্শ না করেই তাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক করা হয়।
এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না বলে জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে যার স্মারক নং (এনসিপি/ কেন্দ্র/উ,স,ক/২০২৫-২০২৬/২৭) নগরকান্দা উপজেলার সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমাকে প্রধান সমন্বয়ক পদে পদায়ন করা হয়। কিন্তু দুঃখের বিষয় কমিটি ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
এতে আরো বলা হয়েছে, আমি এই পদে থাকব—এ ব্যাপারে আমাকে অবগত করা হয় নাই। এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি জাতীয় নাগরিক পার্টি নগরকান্দা উপজেলা শাখার এই কমিটির প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি যে এর পর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
এর আগে গত ১০ আগস্ট ‘দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া ওরফে হৃদয় পদত্যাগ করেন। ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র দেন তিনি
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.