
গরিব ও সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল কক্সবাজারের উখিয়া সদর থানা ডিসপেনসারিটি বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অনুপস্থিতি এবং দিনের বেলাতেই ভবনে তালা ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরজমিন চিত্র: বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিসপেনসারির দুটি ভবনেই বড় বড় তালা ঝুলছে। ভেতরে রোগীদের জন্য সারি সারি চেয়ার সাজানো থাকলেও সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি পাওয়া যায়নি।
রোগীদের ভোগান্তি: স্থানীয়দের অভিযোগ, এখানে একজন মহিলা ও একজন পুরুষ চিকিৎসক দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা নিয়মিত আসেন না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র রোগী, নারী ও গর্ভবতী মায়েরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, সরকারি সেবা না পেয়ে তারা বাধ্য হয়ে চড়া মূল্যে প্রাইভেট ক্লিনিক বা ফার্মেসির ওপর নির্ভর করছেন।
জনদাবি: জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিসপেনসারিটি নিয়মিত সচল রাখার দাবি তুলেছেন উখিয়াবাসী। তারা বলছেন, দ্রুত নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।
সূত্র: মানবজমিন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.