যে যত কথাই বলুক জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, প্রশাসনে জামায়াত-বিএনপি সমান সমানভাবে আছে। আর তদবিরের কারণে এনসিবি ওপর থেকে বাড়তেছে।
কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত-বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে? এনসিপির কেউ তখন সচিবালয় গিয়ে ধমক দিতে পারবে? পারবে না, পারবে না তো। এই যে মজা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। জামায়াতের একটা খুঁটি আছে, তাদের একটা দল আছে।
এনসিপির কী আছে? এনসিপির ড. ইউনূস আছেন।
তিনি বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারেন, বৈষম্যবিরোধীর লোকজন ঢুকতে পারেন—এরা ঢুকে ওখানে কী করে, যাতে এটা কেউ প্রকাশ না করে এ জন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এনসিপির এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথাই বলুক তিন মাস, ছয় মাস, তিন বছর করেন আপনি—এরা ক্ষমতায় আসতে পারবে না।
বাংলাদেশে মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে তারা কী করবে? তারা এখন যে অবস্থায় আছে, এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। জামায়াত নিচ্ছে, এনসিপিও নিচ্ছে—তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করত না।
তিনি বলেন, ‘এখন যে-ই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে? পারবে না তো, যত জায়গায় যত কিছু আছে থাকবে? জামায়াতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে? ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি? থাকবে না, দেখেন আপনি, থাকবে না। ভাই, এটাই রিয়ালিটি, এদের ধরে ধরে আনছে, এখানে আনছে, এখানে বসাইছে, এখানে বসাইছে। এগুলা একটাও থাকবে না।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.