মাত্র কিছুক্ষণ আগে, আন্দালিব রহমান পার্থের ভ্যারিফাইড ফেইসবুক একাউন্ট থেকে একটি স্যোসাল স্ট্যাটাস খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে তিনি লিখেছেন- “এক সময় ভাত খুজতো ক্যান্টিনে — এখন হাঁস খুজে ওয়েস্টিনে” ।
ফেইসবুকে দেয়া স্ট্যাটাসটি যে, সম্পূর্ন রূপে রাজনৈতিক ইঙ্গিতপূর্ন সেটি বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, যুব ও ক্রীড়া উপদেষ্টার একটি সাক্ষাৎকার যেখানে তিনি বিবৃতি দিয়েছেন যে, প্রজাতন্ত্রের কাজে দিনরাত ব্যস্ত থাকার পর মধ্যরাতে খাবারের খোঁজে নীলা মার্কেট ছুটে যান তিনি। কোন কারন বশত, সেখানে খাবার না পেলে হোটেল ওয়েস্টিনে গিয়ে গিয়ে সকালের নাস্তা করে বিশ্রাম নেন, এবং পরবর্তীতে আবার কাজে নিয়োজিত হন।
এমন তুচ্ছ কিন্তু বিষ্ফোরক মন্তব্যের ফলে, সামাজিক মাধ্যমে গতকাল সারাদিন নানাবিধ আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন ছোট বড় মাধ্যম, এমনকি একাধিক স্যোসাল প্ল্যাটফর্মেও হয় চর্চা ও টিপ্পনী। যার ধারবাহিকতায়, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ভাবে ইঙ্গিতপূর্ন ভাবে মন্তব্য করেন।
এদিকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পোষ্টের আভ্যন্তেরে নেটিজেনদের মন্তব্য দেখে এটি মুটামুটি স্পষ্ট যে, তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়েই টিপ্পনী করেছেন। মন্তব্যের ঘরে বিষয়টিকে বিভিন্ন ভাবে দেখা গিয়েছে। কিছু মানুষ এটাকে নিছক মজার ছলে, আবার কিছু মানুষ এটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। অবশ্য এখনো পর্যন্ত এই পোষ্টের ব্যাপারে কোন মন্তব্য করেন নি ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে রাজনৈতিক এই আবহ এবং টিপ্পনীকে সামাজিক মাধ্যমে বেশ গুরুত্বদিয়ে দেখা হচ্ছে, যেটি প্রতিক্রিয়া দেখে বলাই যায়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.