সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নজিবুর ও তাঁর স্ত্রীর সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, রাজধানীর সিদ্ধেশ্বরীতে নজিবুর রহমানের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নজিবুর ও তাঁর স্ত্রী নাজমা রহমানের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর দুই ছেলের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
গত ৮ এপ্রিল নজিবুর, তাঁর স্ত্রী নাজমা রহমান এবং তাঁদের দুই ছেলে ফুয়াদ এন এ রহমান ও ফারাবী এন এ রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বদলি-বাণিজ্যর মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে তারা।
গত ৮ অক্টোবর রাজধানীর রমনা এলাকা থেকে নজিবুরকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.