
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। কুমিল্লা উত্তর জেলা যুব শক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
যোগদানকালে মাজারুল ইসলাম হানিফ মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, সাইফুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.