1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ

নুরের অবস্থার উন্নতি খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। নুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

তার আগে গত শনিবার রাতে নুরের অবস্থার খোঁজ নেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন. নুরের চারটি শারীরিক সমস্যা ধরা পড়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছিল, মুখের একটা হাড়ে ক্র্যাক আছে। চোখে একটু ইনজুরি আছে, যাকে সাবকনজাংটিভাল হেমারেজ বলা হয়।

ডান চোখেও এ রকম হেমারেজ আছে। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন, সেটা হচ্ছে তাঁর কিছু ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ ছিল। যদিও খুব বেশি না। এটা খুব অল্প পরিমাণে ছিল।
সিটিস্ক্যান পরবর্তী সময়ে দেখেছি এটা রিজলভ হয়ে গেছে। তিনি বলেন, এখন নুর ভালো আছেন, তবে এ ধরনের একটা ট্রমা, এ ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সে জন্য তাঁর কিছু ব্যথা হচ্ছে। একটু ঘুমের সমস্যা হচ্ছে, এটাই তিনি আমাকে বলেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

আহত নুরকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নুরের স্ত্রী মারিয়া নুর গতকাল সাংবাদিকদের বলেন, ‘নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণ করব। তারপর সিদ্ধান্ত জানাব। শারীরিকভাবে অনেক আঘাত করা হয়েছে তাঁর ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। এ ছাড়া মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জ্ঞান ফিরলেও তাঁর শারীরিক অবস্থা এখনো ভালো নয়। নুর এখনো শঙ্কামুক্ত নন।’

এদিকে গতকাল সকাল ১০টার দিকে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নুরের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি তাঁকে আশ্বস্ত করেন। দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেন। এই জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ ছাড়া নুরের স্বাস্থ্যের খোঁজ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি নুরের ওপর হামলার নিন্দা জানান। গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয় নুরের খোঁজখবর নিতে। এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নুরুল হক নুরের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। এ ঘটনায় তিনি মর্মাহত।

এ ছাড়া স্ব্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান এবং তাঁর সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!