আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে হেমা চাকমা সদস্য পদে লড়ছেন। এর আগে তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাংস্কৃতিক উপ-সম্পাদক ছিলেন।
সম্প্রতি হেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার বিষয়ে বিরূপ মন্তব্য পোস্ট করেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি পরে সরিয়ে দেন।
হেমার প্রোফাইলে দেখা যায় এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, “আমাকে ভোট না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পাশে থেকেছি।” তবে তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত বছরের ১৫ জুলাই, যখন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবিতে সন্ত্রাসী হামলা চালায়, তখন হেমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি ও বান্ধবীর সঙ্গে হাসিখুশি অবস্থার ছবি আপলোড করেছিলেন।
এ ঘটনায় নেটিজেনরা হেমা চাকমা নিয়ে সমালোচনা করছেন।