ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট মামলা করার ব্যাখা দিয়েছেন বিএম ফাহমিদা আলম।
দুটি কারণে এই রিট মামলা করেছেন বলে জানিয়েছেন তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা।
তিনি বলেন, “ফরহাদের অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, তার কোনো পদত্যাগের প্রমাণ আমরা পাইনি।”
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ফাহমিদা।
এস এম ফরহাদের কর্মকাণ্ড ডাকসুর গঠনতন্ত্রের সঙ্গে ‘সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন তিনি।
ফাহমিদা বলেন, “টিএসসিতে তারা রাজাকারদের ছবি টানিয়েছিল। তাদেরকে জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা ছিল, সেটি ডাকসুর মূল লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে বিরোধিতা করে।”
এই রিট ডাকসু নির্বাচন ‘বানচাল করার জন্য নয়’ মন্তব্য করে ফাহমিদা বলেন, “আমি চাই ডাকসু নির্বাচন হোক। আমাদের মধ্য থেকে অসাম্প্রদায়িক, মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক ধারা তৈরি হওয়ার জন্য এই নির্বাচন হওয়াটা খুবই দরকারি।”
রিট মামলা করার পর থেকে ফেইসবুকে ‘বট এটাক’ এবং ‘বুলিংয়ের’ শিকার হওয়ার অভিযোগ তুলে ফাহমিদা বলেন, “ফরহাদের সাথে ব্যক্তিগত কোনো বিরোধিতার জায়গা থেকে এই রিট করা হয়নি। এটি এখন আদালত থেকেই মীমাংসিত হবে। কিন্তু এই রিট করার পর থেকে আমি নানান রকম ‘বট একাউন্ট’ থেকে বুলিংয়ের শিকার হচ্ছি।
“ডাকসু নির্বাচনে আমি আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেচনাবোধ সম্পন্ন শিক্ষার্থীরা এমন কাউকে ভোট দেবেন না, যারা নারীর প্রতি কুরুচীপূর্ণ মন্তব্য করে।”
ফাহমিদার করা রিট আবেদনের শুনানি মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে হতে পারে।
এস এম ফরহাদ।
রিটকারীর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এই রিট মামলা হওয়ার পর ফরহাদ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
“বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।”
ডাকসু নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন।
আর ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামে প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। জিএস পদে লড়ছেন এনামুল হাসান অনয়।
এ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয় করা হয়েছে।