জামালপুরের দেওয়ানগঞ্জে বৃদ্ধা মা আনোয়ারার ঘর থেকে গাভিন গরু চুরি হয়। দুই ছেলের নামে সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছেন মা।
ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চর খড়মা গ্রামে।
জানা যায়, ছয় সন্তানের জননী ষাটোর্ধ আনোয়ারা বেগম বাপের বাড়ি থেকে দেওয়া গরুটি লালনপালন করেন দুধ খাওয়ার আশায়। গাভিটির ৫-৬ কেজি করে দুধ হয়। এর মধ্যে ৮ মাসের গাভিন গরুটি। রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে তার ঘর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধা তার বড় দুই সন্তানকে সন্দেহ করে দেওয়ানগঞ্জ থানায় সোমবার অভিযোগ দায়ের করেছেন।
কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা আনোয়ারা জানান, বাপের বাড়ি থেকে গরুটি দিয়েছিল। আমি আদর যত্ন করে গরুটি লালনপালন করি। আমার বড় দুই ছেলে গরুটি রাতের বেলায় চুরি করে নিয়ে যায়। সারা বাড়ি খুঁজেছি গরুটি পাইনি। সোমবার দুপুরে থানায় এসেছি গরুটি ফিরে পাওয়ার আশায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান. এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।