কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের চাপায় মো. আনিছ (২৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। নিহত আনিছ কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মৃত ইউসুফ আলীর ছেলে। তবে আনিছ জোয়ারিয়ানালায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতো।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি মিনি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু হাইওয়ে থানার ইনচার্জ নাছির উদ্দিন জানান, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.