কক্সবাজারের উখিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছবিতে উকিল আহমদ নামে স্থানীয় এক যুবক ইয়াবার মতো একটি বান্ডিল হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে। মুহূর্তেই ছবিটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ওই যুবককে নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।
সম্প্রতি পালংখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উকিল আহমদ একাই নয়, তার পরিবারসহ একটি সুসংগঠিত সিন্ডিকেট এলাকার মাদক ব্যবসায় সক্রিয়। এক স্থানীয় ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
এলাকার এক যুবক তারেক অভিযোগ করেন, উকিল আহমদসহ তার ভাই ও পরিবারের সবাই মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তারা সীমান্তে কর্মরত সেলিম নামের এক কর্মকর্তার আশীর্বাদ ও সোর্সের দোহাই দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছে এবং বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এলাকাবাসী বলেন, চোরাকারবারি হিসেবে এই সিন্ডিকেট সাধারণ মানুষদের হুমকি দেয়, ফাঁসানোর চেষ্টা চালায় এবং নানা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাদের উপস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছি।
স্থানীয় জনপ্রতিনিধিরাও আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমরা বিষয়টি নজরে রেখেছি। ছবিটি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.