
চকরিয়ায় ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১ নারী কে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন,মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম নামের এক নারীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরের বেডরুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আটক খুরশিদা বেগম (৩৬) পালাকাটার মো: নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
সূত্র: টিটিএন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.