কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় ঢাকাগামী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ ট্যাক্সিওয়েতে রানওয়ে-১৭ এর দিকে যাওয়ার সময় একটি কুকুর বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে।
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি দল দুইজন পরিচ্ছন্নতাকর্মীসহ মৃত কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়। এরপর এয়ারক্রাফটের পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত করেন, ফ্লাইটের প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।
সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।
বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.