কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন, এবং ছাত্র প্রতিনিধিসহ অন্তত অর্ধশত আটক করা হয়েছে।কক্সবাজার গাইড
ঘটনাটি ঘটে বুধবার (২০ আগস্ট) সকালে। আন্দোলনকারীদের অভিযোগ, এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়কের এক পাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের গাড়ি আটকে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে, সেখানে আহতদের দেখতে যান ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে তাকে ও আরও কয়েকজনকে আটক করে পুলিশ।
একজন নারী আন্দোলনকারী বলেন, “যাদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
উল্লেখ্য, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.