জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে রামু থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব।
সম্প্রতি এসআই কামাল হোসেনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকার সম্পর্কে তির্যক মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া যায়। অডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে টিটিএনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
ঘটনার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। তদন্ত শেষে এসআই কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে রামু থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত আচরণের পরিপন্থী; ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.