ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে ১লাখ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও সিসিটিভির হার্ডডিস্কগুলো নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার (২৮ ই আগষ্ট ) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্টাণ্ড মসজিদের পাশের মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। গেল রাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভোল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭’শ ৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ইসলামি ব্যাংক লিমিটেড গাড়াগঞ্জ এর ইনচার্জ, আল ইমরান বলেন, সকালে অফিস সহকারী ফোন দিয়ে জানান, পিছনের জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে চোর চক্র। ভোল্ট ভেঙে নগদ ১ লক্ষ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। পুলিশ এসে তদন্ত করে দেখছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন বলেন, আমরা একটা চুরির খবর পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.